নাঙ্গলকোট প্রেসক্লাব নতুন কমিটিকে মেয়র আব্দুল মালেকের শুভেচ্ছা

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২১

নাঙ্গলকোট প্রেসক্লাব নতুন কমিটিকে মেয়র আব্দুল মালেকের শুভেচ্ছা

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট প্রেসক্লাব নবনির্বাচিত নেতৃবৃন্দেকে ফুলেল শুভেচ্ছা জানান নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক। রবিবার দুপুরে নাঙ্গলকোট পৌরসভা কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র আব্দুল মালেক, নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা সাবেক সভাপতি সায়েম মাহবুব মজুমদার, সভাপতি এ এফ এম শোয়ায়েব, সিনিয়র সহসভাপতি মাঈন উদ্দিন দুলাল, সহ-সভাপতি এইচ এম আবুল খায়ের, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বারি উদ্দিন আহম্মেদ বাবর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পী মজুমদার ইউনুস, ক্রিয়া সম্পাদক শাহাদাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক এ কে এম মারুফ হোসেন। সদস্য মাস্টার সোহরাব হোসেন, রবিউল হোসাইন রাজু, তাজুল ইসলাম মিয়াজী, আব্দুর রহিম বাবলু, মুকুল মজুমদার, হুমায়ুন কবির প্রমুখ।
নাঙ্গলকোট প্রেসক্লাব নবনির্বাচিত কমিটির প্রতি আশা ব্যক্ত করে মেয়র আব্দুল মালেক বলেন, পেশাজীবী সাংবাদিকদের অধিকার রক্ষা এবং এ পেশার মান উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহন করবে নবনির্বাচিত কমিটি। তিনি নাঙ্গলকোট প্রেসক্লাবের ভাবমুর্তি উজ্জ্বলে অনুকরণীয় ভূমিকা রাখার জন্য নবনির্বাচিত কমিটির প্রতি অনুরোধ জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ