প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২১
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতুলী গ্রামের বন্ধু খামারের একক কোরবানীর হাট বসেছে বাঙ্গড্ডা-হাসানপুর সড়ক সংলগ্ন তুলাতুলী ইলেকশান বাজারে। করোনা ভাইরাসের কারণে গণজমায়েত না করতেই তাদের এ উদ্যোগ। এ হাট থেকে যে কেউ স্বাস্থ্য বিধি মেনে নিজের পছন্দের গরু ক্রয় করতে পারবে বন্ধু খামারের নিজস্ব হাট থেকে। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
বন্ধু খামারের মালিক তুলাতুলী গ্রামের দেলোয়ার হোসেন সওদাগর ও সোলাইমান সওদাগর বলেন, আমরা গত এক বছর যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে গরু গুলো ক্রয় করে সম্পূর্ণ বিষ মুক্ত খাবার খাওয়ানোর মাধ্যমে লালন পালন করে আসছি। আমাদের খামারে ৯-১০ মণ থেকে ২-৩ মণ ওজনের গরু রয়েছে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech