২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নাঙ্গলকোটে যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২১

২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নাঙ্গলকোটে যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বর্বরোচিত নারকীয় গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরনে নাঙ্গলকোট উপজেলা যুবলীগ কার্যালয়ে শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক আবু ইউসুফ ভূঁইয়া।
উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আ.স.ম আব্দুন নূর, উপজেলা আওয়ামী যুবলীগ সহসভাপতি আবুল খায়ের বিএসসি, ওমর ফারুক লিটন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, কবির আহমেদ মজুমদার, হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান জালাল আহম্মেদ ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ।
অনুষ্ঠান শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ