মাঈন উদ্দিন দুলাল- নিখোঁজের ১০দিনেও সন্ধান মিলেনি কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নের খাটাচৌঁ গ্রামের আয়েশা আক্তার নামে ১বছর বয়সী শিশু কন্যা-সহ নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী আরবের নেছার (১৯)। আরবের নেছা ওই গ্রামের আব্দুল করিমের মেয়ে। গত ১৪ই আগস্ট সোমবার দুপুরে ভাই ও ভাবী’র সাথে রাগ করে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে গত ১০দিনেও তার কোন সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে নিখোঁজ আরবের নেছার পিতা-মাতা। এ ঘটনায় নিখোঁজের পিতা আব্দুল করিম বাদী হয়ে গত সোমবার নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ আরবের নেছার মা রেখা বেগম বলেন, আজ ১০দিন আমাদের সকল আত্মীয়-স্বজন ও চট্টগ্রাম রেল স্টেশন-সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে দেখেছি কোথাও আমার মেয়ে ও নাতনীর সন্ধান পাইনি। যদি কেউ আমার মেয়েটির সন্ধান পান দয়া করে আমাদের ঠিকানায় অথবা ০১৮১৪২৮৩৩৫৩ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com