প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০২১, ৩:২৮ অপরাহ্ণ
হোমনায় ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর উপহার জমি ও গৃহ হস্তান্তর
মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারদের কে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। জনা যায়, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে ৬৯ হাজার ৯০৪ টি ঘর বিতরণ উদ্বোধন করেন।
আজ শনিবার এরই অংশ হিসেবে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) হোমনা উপজেলার দ্বাড়িগাঁও গ্ৰামের দিনমজুর হালিমের হাতে প্রধানমন্ত্রীর উপহার একটি গৃহের সনদ পর্চা ও চাবি তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস-চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির আহমেদ নাহিদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০৩ -এর ডিজিএম আজিজুর রহমান সরকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, উপজেলা ৭১ ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন (ফারুক) সহ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।