প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২১, ১:২৯ অপরাহ্ণ
হোমনায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বঙ্গবন্ধুর প্রতি এমপির শ্রদ্ধা
মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
বুধবার দুপুর ২ টার দিকে উপজেলা পরিষদ মাঠে সেলিমা আহমাদ এমপির নেতৃত্বে দলীয় নেতাকর্মী সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে সদরে স্থানীয় এমপির রাজনৈতিক কার্যালয়ে কেক কাটা, দোয়া ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
এতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ।
এ সময় উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শাহিন্জ্জুামান খোকন,সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, যুগ্ন সম্পাদক সাদেক সরকার ও গাজী ইলিয়াছ, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুব খন্দকার, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সস্পাদক কায়ছার আহমেদ, আওয়ামীলীগ সদস্য মেজবাহ উদ্দিন সরকার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সস্পাদক মনিরুজ্জামান মনির, যুবলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার এবং আওয়ামী লীগের ইউনিয়ন নেতৃবৃন্দ সহ সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, ১৯৪৯ সালে ২৩ জুন আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।