হেসাখাল ইউনিয়ন জামায়াতের যুব সমাবেশ 

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

হেসাখাল ইউনিয়ন জামায়াতের যুব সমাবেশ 
কেফায়েত উল্লাহ মিয়াজী  :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের আয়োজনে যুব সমাবেশ শনিবার দুপুরে হেসাখাল বাজার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। হেসাখাল ইউনিয়ন জামায়াত আমির ইমাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
যুব সমাবেশের শুরুতে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাতকে ফুলল শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দ।
হেসাখাল ইউনিয়ন জামায়াত সেক্রেটারি আমিনুল হক মোল্লার সঞ্চালনায় যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা এস এম মহি উদ্দিন, জামায়াত নেতা ব্যাংকার গিয়াস উদ্দিন, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী, উপজেলা যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ছাত্রশিবির উপজেলা সদর সভাপতি নেছার উদ্দিন ভূঁইয়া, জামায়াত নেতা হাজী আবুল কাশেম, হেসাখাল ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মোরশেদ আলম প্রমুখ।
যুব সমাবেশ শেষে হেসাখাল বাজারে দাঁড়িপাল্লার মিছিল অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ