সৌদি আরবে গুরুতর অসুস্থ সোহাগের পাশে সমাজসেবক আনোয়ার ভূঁইয়া, বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫

সৌদি আরবে গুরুতর অসুস্থ সোহাগের পাশে সমাজসেবক আনোয়ার ভূঁইয়া, বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা
কেফায়েত উল্লাহ মিয়াজী : 
‎কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের সৌদি আরব প্রবাসী মোহাম্মদ সোহাগ, জীবনের চাকা ঘুরাতে গিয়েছেন মরুভূমির দেশ সৌদি আরবে। সোহাগ চাঁন্দপুর গ্রামের আব্দুল মমিন ও ফরিদা ইয়াসমিন দম্পতির একমাত্র কর্মক্ষম ছেলে। গত  ৯মাস পূর্বে ঘুমের মধ্যে ব্রেইন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সোহাগ। পরে সহকর্মীদের মাধ্যমে খবর পেয়ে মালিক তাকে হাসপাতালে ভর্তি করে দীর্ঘ ছয় মাস যাবত ২০ লাখ টাকা খরচ করে চিকিৎসা চালিয়ে যান। সোহাগের মস্তিষ্কে কয়েকটি অপারেশন করতে হয়েছে। পরবর্তীতে মালিক হাসপাতালের বিল আর দিতে পারবেনা বলে অপারগতা প্রকাশ করায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মরুভূমিতে রাস্তার পাশে ফেলে দিয়ে আসে বলে জানান সোহাগের মা। পরিচিতরা খবর পেয়ে তাকে বাসায় নিয়ে আসেন। সোহাগকে দেশে ফিরিয়ে আনতে ৫ লাখ টাকা প্রয়োজন, এছাড়াও তার চিকিৎসা চালিয়ে যেতে প্রয়োজন আরো অনেক টাকা। টাকার অভাবে সোহাগকে দেশে আনা সম্ভব হচ্ছেনা। মুমূর্ষ সোহাগের অসহায়ত্বের খবর জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ  বিএনপি নেতা আনোয়ার হোসেন ভূঁইয়া, তিনি সোহাগের পরিবারকে ১লাখ টাকা সহায়তা প্রদান করেন। শুক্রবার রাতে সোহাগের মা ফরিদা ইয়াসমিনের হাতে আনোয়ার ভূঁইয়ার সহায়তার টাকা হস্তান্তর করেন সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া।
‎সোহাগকে দেশে ফিরিয়ে আনতে ও চিকিৎসা অব্যাহত রাখতে বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন সোহাগের পরিবার। সোহাগকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনতে ও চিকিৎসায় সহযোগিতা করতে যোগাযোগ করুন তার মা ফরিদা ইয়াসমিনের 01744816470 নাম্বারে, উল্লেখিত নাম্বারটিতে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলা আছে বলে জানিয়েছে পরিবারটি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ