প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৩
আজিম উল্যাহ হানিফ- দীর্ঘ এক বছর ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন ‘সাংবাদিক সায়েম মাহবুব স্মৃতি সংসদ’র আহবায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন। ১১ জুলাই মঙ্গলবার দুপুরে তিনি কুমিল্লা শহরের কান্দিরপাড়স্থ কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের ৬ষ্ঠ তলায় ৬২৬ নং কেবিনে ডা. প্রফেসর মজিবুল হকের তত্বাবধানে রয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তারই ভগ্নিপতি নজরুল ইসলাম। উল্লেখ্য যে, ২০২২ সালের ঈদুল আযহার পরদিন নিউজকাভারেজ শেষে নাঙ্গলকোট পৌর শহরের প্রবেশমুখে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে মোটরসাইকেল-অটোরিক্সা এক্সিডেন্ট করে গুরুত্বরআহতহন। সেদিন সাথে আরেকজন সংবাদকর্মী ছিলেন। তখন প্রচন্ড আঘাত পান মাথায়। পরবর্তীতে গত ১ বছর যাবত ব্যাথানাশক ওষুধ পান করে আসছেন তিনি। ৬ জুন রাতে নিজ বাসায় ঘুমের ঘোরে শ^াসকষ্ট জনিত রোগে আক্রান্ত হন শাহাদাত হোসেন। ঘুম থেকে জাগার পর প্রায় ১০ সেকেন্ড তিনি শ^াসকষ্টে ভুগেন। পরে তাকে লাকসাম আল খিদমাহ হাসপাতালে ডা. সাবিনা আক্তারের অধীনেভর্তি করানোহয়। সেখান থেকে ভালো পরীক্ষা নিরীক্ষার জন্য ১০ জুন ঢাকা ধানমন্ডিস্থ গ্রীণ লাইফ হসপিটালে ডা. শামছুল আলমেরঅধীনেভর্তি হন। ১১ জুন ঢাকা শ্যামলী ৪১ রিং রোডের ইনজিনিয়াসপালমোফিটেস্লিপ কনসালটেন্টডা. ফাতেমা ইয়াসমিনের অধীনে রয়েছেন তিনি। তিনি অনলাইন পোর্টাল বর্তমান টিভির পরিচালক ও ঢাকা ক্যানভাস এবং দৈনিক আজকের জনবানী, দৈনিক কালবেলা নাঙ্গলকোট প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি নাঙ্গলকোট প্রেসক্লাবের ্ক্রীড়া সম্পাদক, নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের সদস্য, নাঙ্গলকোট সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech