প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মে ২২, ২০২৩
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট প্রেস ক্লাব উপদেষ্টা, সাবেক সভাপতি ও নাঙ্গলকোট কারিগরী বানিজ্য কলেজ অধ্যক্ষ সায়েম মাহবুব মজুমদারের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল ৩টায় স্থানীয় ধাতীশ্বর আহমেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজ মাঠে হাজার-হাজার মানুষের অংশগ্রহণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর প্রথম জানাযা রবিবার বাদ এশা রাজধানীর বেইলি রোড অফিসার্স কোয়াটার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ সায়েম মাহবুব মজুমদার উপজেলার ধাতীশ্বর মজুমদার বাড়ির দারগ আলী মজুমদারের বড় ছেলে। সায়েম মাহবুব গত রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দৈনিক ইনকিলাব নাঙ্গলকোট উপজেলা সংবাদদাতা ও সাপ্তাহিক নাঙ্গলকোট এক্সপ্রেস পত্রিকা সম্পাদক ছিলেন। গত ৬ এপ্রিল ব্রেইন স্ট্রোক করে বারডেম হাসপাতাল, স্কয়ার হসপিটাল ও সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধিন ছিলেন।
জানাযায় বক্তব্য রাখেন সাবেক সচিব আবু তালেব, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব, উপজেলা সহকারী কমিশনার ভূমি আশ্রাফুল হক, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ, আ’লীগ নেতা অধ্যক্ষ সাদেক হোসেন, আবুল খায়ের আবু, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন কাউসার, এডভোকেট মোহন মজুমদার, উপজেলা জামায়াত আমীর মাওলানা জামাল হোসেন, পৌর আমীর এস এম মহি উদ্দিন, ফুলগাঁও ফাজিল মাদরাসা অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, আই এফ এস পরিচালক আমিনুল হক মাওলা, পৌরসভা বিএনপি আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, নাঙ্গলকোট প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর শেখ রাসেল মজুমদার, ধাতীশ্বর স্কুল এন্ড কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম ফিরোজ, শিশু কল্যাণ কারিগরী স্কুল প্রধান শিক্ষক প্রকৌশলী মাহবুবুল হক প্রমূখ।
দাফন শেষে নাঙ্গলকোট প্রেস ক্লাবের পক্ষ থেকে সায়েম মাহবুব মজুমদারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech