প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন উৎসব মুখোর পরিবেশে বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। নির্বাচনে ৫১০ ভোটের মধ্যে ভোট প্রয়োগ করেন ৪৯৯ শিক্ষক। নির্বাচনে ১৯ পদের বিপরিতে ৫২ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনী ফলাফলে ৩০৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন চা›ঁদগড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক লিটন ও ৩৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ময়ূরা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাহবুবুল হক। নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিতরা হলেন, পানকরা হাফেজা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক নুরুজ্জামান খন্দকার, বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মনোয়ারা আক্তার, সিজিয়ারা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মীর আহাম্মদ, জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কেফায়েত উল্লাহ, দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহআলম মজুমদার।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, অর্থ সম্পাদক তুলাতুলি উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দায়েমছাতী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক আবুল কাশেম, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তর শাকতলী আদর্শ উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোবারক হোসেন, ক্রীড়া সম্পাদক মন্তলী হাইস্কুল এন্ড কলেজ সহকারি শিক্ষক আলমগীর হোসেন হাজারী, সমাজকল্যাণ সম্পাদক বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক সফিউল আলম, দপ্তর সম্পাদক বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক এ.এস.এম মোস্তফা কামাল, স্কাউট সম্পাদক বেলঘর গোসাইবাজার উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক জাকির হোসাইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পুজকরা আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক হাবিবুর রহমান, সহ সধারণ সম্পাদক মাহিনী উচ্চ বিদ্যালয় নিজাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক নিশ্চিন্তপুর আব্দুল গফুর ভূঁইয়া উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক আবু বকর ছিদ্দিক, সহ অর্থ সম্পাদক কান্দাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক নেছার উদ্দিন মজুমদার, সহ শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক আবু বকর ছিদ্দিক মজুমদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাকৈরতলা উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক জসিম উদ্দিন মজুমদার, সহ ক্রীড়া সম্পাদক ধাতীশ্বর স্কুল এন্ড কলেজ সিনিয়র শিক্ষক সোহরাব হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদক বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক তাজনেহার আক্তার, সহ স্কাউট সম্পাদক শাকতলী উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক নিজাম উদ্দিন। এছাড়াও কয়েকটি পদে একাধিক প্রার্থী না থাকায় একক প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাবেক সভাপতি আবুল খায়ের আবু, নির্বাচন কমিশনার ছিলেন নাঙ্গলকোট বেগম জামিলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ময়ূরা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহজাহান, ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech