মাঈন উদ্দিন দুলাল- বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের নাঙ্গলকোট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকেলে নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ উপজেলা আহবায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, কুমিল্লা জেলা কমিটির সভাপতি তুষার আহম্মেদ। প্রধান বক্তা ছিলেন জেলা সাধারণ সম্পাদক ফিরোজ খান।
সদস্য সচিব হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাছান, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এয়াকুব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মজুমদার, বাশিস উপজেলা সভাপতি আবু বকর সিদ্দিক লিটন, বেগম জামিলা বালিকা স্কুল প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া, লাকসাম উপজেলা সম্পাদক জালাল আহম্মেদ প্রমূখ।
অনুষ্ঠানে শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের মতামতের ভিত্তিতে তাজুল ইসলামকে সভাপতি, এয়াকুব আলীকে সহ-সভাপতি, হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক ও রাসেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com