সন্ত্রাস বিরোধী আইন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫

সন্ত্রাস বিরোধী আইন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার 
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোটে সন্ত্রাস বিরোধী আইনে ঢালুয়া ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদকে গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। রবিবার ভোররাতে উপজেলার বদরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়, অহিদ ওই গ্রামের মোহাম্মদ মিয়ার পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর  নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক আলমগীর বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ৮৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় বদরপুর ওয়ার্ড মেম্বার ও ঢালুয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান অহিদকে ৮নং আসামী করা হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের তৎপরতা, গত ১৭ নভেম্বর সোমবার রাতে ঢালুয়া ইউনিয়নের মন্তলী ব্রীজ এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে সরকার বিরোধী স্লোগান দেয়া এবং ওই এলাকায় সরকার বিরোধী অপকর্মের নেতৃত্বে থাকায় তাকে গ্রেফতার করা হয়।
নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অহিদ মেম্বারকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লার কারাগারে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বলেন, ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমানকে গ্রেফতারের সংবাদ শুনেছি। তবে ওই ইউনিয়নে কাকে পরবর্তী দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী পরবর্তী প্যানেলের কাউকে অথবা প্রশাসক নিয়োগ দেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ