মাঈন উদ্দিন দুলাল- খুলনার রুপসার শিয়ালী, পটুয়াখালীর কলাপাড়া, সুনামগঞ্জের শাল্লা, মৌলভী বাজারের কুলাউড়ায় সংখ্যালগুদের বাড়ীঘর ও উপাসনালয়ে উপর হামলা ও সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণকে অপহরণ ও হত্যার প্রতিবাদে মঙ্গলবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের লোটাস চত্ত্বরে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোট নাঙ্গলকোট উপজেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ মজুমদার, সহসভাপতি জীবন কৃষ্ণ গোস্বামী, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি রাজিব কিশোর দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক রতন মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক জয় দেব মজুমদার, সাংগঠনিক সম্পাদক নিতাই মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব মহাজোটের মহা সচিব শুভ্রত সাহা, জেলা ছাত্র মহাজোট সভাপতি হৃদয় চন্দ্র শিল, হিন্দু যুব মহাজোট আহবায়ক রাজিব চন্দ্র শিল, উপজেলা ছাত্র মহাজোট আহবায়ক তাপস চন্দ্র শিল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, সংখ্যালগুদের উপর হামলাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানান।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com