মোঃ সাইফুল ইসলাম-
দেশের দক্ষিণ পূর্ব জনপদের সুনামধন্য পূর্ণ ভূমি কুমিল্লার নাঙ্গলকোট মৌকারা দরকার শরীফের ৭৭তম ইসালে সওয়াব মাহফিল শুক্রবার সকাল ৮টায় আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুমিল্লা জেলা সহ বিভিন্ন জেলা থেকে লাখো বক্ত আশেকান,মুরিদরা এই ইসালে সওয়াব মাহফিলে অংশ গ্রহন করেন।
মৌকারা দরবার শরীফের মরহুম পীর শাহ সূফি আলহাজ্ব মাওঃ অলি উল্লাহর ১৭তম মৃত্যু বার্ষিক ৭৭তম ইসালে সওয়াব মাহফিলে বর্তমান পীর শাহ সূফি মাওঃ নেসার উদ্দিন ওয়ালীউল্লাহর মোনাজাতের
মাধ্যমে শেষ হলো ৭৭তম এই ইসালে সওয়াব মাহফিল।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়া,অধ্যক্ষ সাদেক হোসেন,ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান বাসির,মৌকারা ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর,উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শেখ রাসেলসহ উপজেলা নেতৃবৃন্দ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লী।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com