শাকতলী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

শাকতলী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কেফায়েত উল্লাহ মিয়াজী :  নাঙ্গলকোটের দক্ষিণ শাকতলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান রবিবার দুপুরে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রধান শিক্ষক মানিক চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবগঠিত স্কুল এডহক কমিটি সভাপতি শোয়াইব খন্দকার। অনুষ্ঠান শুরুতে নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। স্কুল শিক্ষক মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল কমিটির অভিভাবক সদস্য নাছির উদ্দিন, সমাজ সেবক আব্দুর রব, প্রবীণ শিক্ষক শাহাজাহান ভূঁইয়া, অডিটর গোলাম মোস্তফা, নাঙ্গলকোট কামিল মাদরাসা প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, স্কুল শিক্ষক শরিফুল ইসলাম, আবুল কালাম মেম্বার, সমাজ সেবক আসাদুজ্জামান বাহার, জাহিদুল ইসলাম তুরান। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শাকতলী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী শারমিন আক্তার, সুবর্ণা আক্তার ও ফৌজিয়া আক্তার প্রভাকে স্কুল শিক্ষক ও অতিথি বৃন্দের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল সংবর্ধনা প্রধান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ