স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতালেব হোসেন সজীব (২৮) নামে এক সাবেক শিবির নেতার মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে শখের বসে মাছ ধরতে ডোবার পানি সেচার সময় বৈদ্যুতিক পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্টে সজীবের মৃত্যু হয়। সজীব স্থানীয় বাঙ্গড্ডা বাজারের মায়া কসমেটিকস স্বত্বাধিকারী ছিলেন। সে উপজেলার পেরিয়া ইউনিয়নের মুন্সির কলমিয়া গ্রামের দুবাই প্রবাসী মফিজুর রহমানের ছেলে। প্রবাসী মফিজুর রহমানের ২ছেলে ও এক কন্যা সন্তানের মধ্যে সজীব সবার বড়। তার ছোট ভাই সৈকত পিতার সাথে দুবাইতে কর্মরত। মোতালেব হোসেন সজিব ছাত্র জীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পেড়িয়া ইউনিয়ন সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পেরিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক ও সর্বশেষ তিনি জামায়াতে ইসলামীর পেরিয়া ইউনিয়ন যুব ইউনিট সহ-সভাপতি ছিলেন। ৩ বছর পূর্বে সাবেক ছাত্রনেতা সজীব বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও তার কোন সন্তান নেই। সে ব্যক্তি জীবনে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে যে কোন মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকায় এলাকায় একজন ভাল মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। মোতালেব হোসেন সজীব কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ থেকে ¯œাতক ও বাংগড্ডা ফাজিল মাদরাসা থেকে ফাজিল ডিগ্রী লাভ করেন।
মুুন্সির কলমিয়া গ্রামের সমাজ সেবক মীর হোসেন বলেন, রোববার দুপুর ২টার দিকে মুন্সির কলমিয়া গ্রামের পূর্ব উত্তর পাড়ায় সখের বসে মাছ ধরতে নিজেদের ডোবায় বৈদ্যুতিক মোটর বসিয়ে পানি সেচে শুরু করে। এসময় বৈদ্যুতিক তারের এক জায়গায় খোলা দেখে কারো ক্ষতি হওয়ার আশংকায় ওই স্থানে কস্টেপ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যাক্তি সজিবকে পড়ে থাকতে দেখে চিৎকার করলে এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে লাকসাম জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোতালেব হোসেন সজীবের মৃত্যুতে তার গ্রামে চলছে শোকের মাতম, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সাবেক ছাত্রনেতা মোতালেব হোসেন সজিবের মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাছান, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শহীদ উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাক কেফায়েত উল্লাহ মিয়াজী, জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সভাপতি প্রভাষক মাওলানা আহমদ উল্লাহ নোমান, সেক্রেটারি শফিকুল ইসলাম সুমন, ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সভাপতি নেছার উদ্দিন ভূঁইয়া, সেক্রেটারি রাকিবুল ইসলাম-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com