প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি:
বৃহত্তর লাকসামের লেখকদের সংগঠন ‘লাকসাম লেখক সংঘ’র ২০২৩-২৫ সেশনের গতকাল (০৪.০৯.২৩) সোমবার নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন অফিসে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নতুন সেশনের কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হন সাংবাদিক ও কলামিস্ট এম এস দোহা, সেক্রেটারি নির্বাচিত হন সময়ের দর্পণ সম্পাদক এএফএম শোয়ায়েব, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক লাকসাম ভারপ্রাপ্ত সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদ,সিনিয়র সহ-সভাপতি হন কবিও কলামিস্ট এস এম আবুল বাশার, সহ-সভাপতি হন কবি ও শিক্ষক মো: তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হন অধ্যক্ষ কলামিস্ট ইয়াছিন মজুমদার, সহ সাধারণ সম্পাদক কবি ও শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আজিম উল্যাহ হানিফ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি ও শিক্ষক আফজাল হোসেন মিয়াজী, সাহিত্য সম্পাদক লেখক মহসীন ভুইয়া, কোষাধ্যক্ষ কবি ও শিক্ষক ফারুক শাহরিয়ার, সমাজকল্যাণ সম্পাদক বারী উদ্দিন আহমেদ বাবর, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবদুল আউয়াল সরকার, ক্রীড়াও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজাদ সরকার লিটন, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা শাহনুর, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা সুখী, আইটি ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোমানা আফরোজ রুবি, ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম আজিজুল হক, সদস্য হয়েছেন ফারুক আল শারাহ, আবদুর রহমান, সাইফুল আনোয়ার স্বপন, মোরশেদ আলম হৃদয়, মুকুল মজুমদার, আবদুল বাকী মিলন, একে এম মারুফ হোসেন, গাজীউল হক গাজী। উপদেষ্টা করা হয়েছে- সাংবাদিক আবদুল কুদ্দুস, এডভোকেট রফিকুল ইসলাম হীরা, আবদুল মতিন মজুমদার, হাজী কাজী নজরুল ইসলাম ইসলাম, সফিকুর রহমান সফিক, নঈম নিজাম, শরীফ আবদুল গোফরান, অধ্যক্ষ নুরুন্নবী রহমানী, দ্বীন মোহাম্মদ, ফয়জুন্নেছা সুমী। উল্লেখ্য যে- ১৯৫৮ সালের ২১ ফেব্রæয়ারি লাকসাম অতুল হাইস্কুল মিলনায়তনে লাকসাম লেখক সংঘ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ‘সাপ্তাহিক লাকসাম’ সম্পাদক ও ভাষাসৈনিক আবদুল জলিল (১৯৩৬-২০১৯)।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech