রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির জনসমাবেশ

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির জনসমাবেশ

 মোঃ সাইফুল ইসলাম-  বেগম খালেদা জিয়ার মুক্তি ও এক দফা দাবি আদায়ে নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জনসমাবেশ শনিবার বিকেলে স্থানীয় মাহিনী বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী, বিএনপি নেতা কাজী শাহ আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইদ্রিস, সাবেক চেয়ারম্যান আলী আক্কাস, সাবেক কমিশনার আনোয়ার হোসেন মুকুল, আব্দুল মান্নান, যুবনেতা ও সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, কেন্দ্রীয় ওলামাদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা অধ্যাপক খোরশেদ আলম, মাসুদুর রহমান, ইসরাফিল খান, কুমিল্লা দক্ষিণ জেলা জাসাস যুগ্ন আহবায়ক আবু সায়েম শিপু, যুবনেতা এ কে এম আশরাফুল আলম উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা সেলিম জাহাঙ্গীর মন্টু, সালেহ আহাম্মদ, রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম মিনু, বিএনপি নেতা আবুল কালাম মেম্বার, কাজি দেলোয়ার হোসেন, নজির আহমদ মেম্বার, যুবনেতা কাজী শাহ জালাল , ইলিয়াস ভূঁইয়া, ইউসুফ মোল্লা, তোফাজ্জল হোসেন আবু। এ সময় বিএনপি, যুবদল ,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ