রায়কোট উত্তর ইউনিয়নে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

রায়কোট উত্তর ইউনিয়নে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার দিন ব্যাপী কুকিরিখিল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৬জন বিশেষজ্ঞ চিকিৎসক বিকাল ৪টা পর্যন্ত সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীগণ বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পত্র  এবং কিছু ঔষধ বিনামূল্যে গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রায়কোট উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সভাপতি রাশেদু জ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
রায়কোট উত্তর ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা জামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী, রায়কোট উত্তর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মান্নান, ইসলামি ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সদর সভাপতি নেছার উদ্দিন ভূঁইয়া, উপজেলা উত্তর সাবেক সভাপতি আফজাল হোসাইন মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাবেক ছাত্রনেতা জামাল হোসেন মজুমদার, মনসুর আলম মানিক প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ