রায়কোটে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

রায়কোটে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর পশ্চিম পাড়া হাফেজ বাড়ির পুকুরের পানিতে ডুবে বৃহস্পতিবার সকালে সাদিয়া আক্তার (৪) ও মোহাম্মদ আরিয়ান (৩) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু সাদিয়া শ্রীরামপুর গ্রামের আহসান উল্লাহর মেয়ে ও আরিয়ান একই বাড়ির সালাউদ্দিনের ছেলে। শিশু দু’টি চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, সকালে শিশু সাদিয়া ও আরিয়ান বাড়ির আঙ্গিনায় খেলা করতে করতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা বাড়ির পাশের পুকুরের পানিতে তাদেরকে ভাসতে দেখে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, আপনার মাধ্যমে জেনেছি, খোঁজ নিয়ে দেখছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ