কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড কার্যালয় ও পাঠাগার শনিবার বিকালে রায়কোট জনতা বাজরে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। ৫নং ওয়ার্ড সভাপতি মাস্টার মোহাম্মদ ওমর ফারুক মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াত সহকারী সেক্রেটারি এডভোকেট নাছির আহম্মেদ মোল্লা। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী।
জামায়াতে ইসলামী ৫নং ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন মজুমদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, মজলিস শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল মালেক মোল্লা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী, খিরনশাল ফাজিল মাদরাসা আরবী প্রভাষক মাওলানা জহিরুল ইসলাম মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা আব্দুল মান্নান ভূঁইয়া, রায়কোট শাহী ঈদগাহ জামে মসজিদ খতিব হাফেজ হেদায়েত উল্লাহ মজুমদার, কাকৈরতলা উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার আব্দুল গফুর মজুমদার, ক্যাপ্টেন সালেহ আহমেদ মোল্লা, মাওলানা আব্দুন নূর, ওয়ার্ড জামায়াত সাবেক সভাপতি মাওলানা নজির আহমেদ হাজারী, জামায়াত নেতা আহম্মেদ শরীফ, হাফেজ তরিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা পল্টন থানা জামায়াত শুরা ও কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম মজুমদার, ৫নং ওয়ার্ড সহ সভাপতি ডাক্তার মজিবুর রহমান, আব্দুল বারী মোল্লা, জামায়াত নেতা আব্দুল মতিন সওদাগর, মাওলানা জাকির হোসেন, হাফেজ ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফিতা কেটে ও দোয়া মুনাজাতের মাধ্যমে ৫নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করেন অতিথি বৃন্দ।