মাঈন উদ্দিন দুলাল-
রাত পোহালে নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সোমবার রাতে সবধরণের প্রচার প্রচারণা বন্ধ হয়েগেছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ইতিমধ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে।
নাঙ্গলকোট উপজেলা ৮টি ইউনিয়নে মোট ভোটার ১ লক্ষ ৪৭ হাজার ১ শত ৪০ জন। ৮টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩০ জন, সাধারণ সদস্য ৩৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৭৬ জন, যারা চেয়ারম্যান প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন- বক্সগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) প্রতীক মনির আহম্মেদ শিপন ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী (টেলিফোন) প্রতীক আবদুর রশিদ ভূঁইয়া, (ঘোড়া) প্রতীক ফয়েজ কবির, (আনারস) প্রতীক আবদুল হোসেন, (চশমা) প্রতীক জহির আহম্মদ ভূঁইয়া, (হাতপাখা) প্রতীক মাওলানা আতিকুল ইসলাম, (মোটরসাইকেল) প্রতীক মঞ্জুর আলম, (ঢোল) প্রতীক তারেক।
পেরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক হুমায়ুন কবির মজুমদার, স্বতন্ত্র প্রার্থী আনারস আবদুল হামিদ, ঘোড়া প্রতীক মহিন উদ্দিন, চশমা প্রতীক সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজী, মোটরসাইকেল প্রতীক মোস্তাফিজুর রহমান।
ঢালুয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক নাজমুল হাছান বাছির ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক ফখরুল কবির জহির, হাতপাখা প্রতীক মাস্টার সাহাব উদ্দিন।
মক্রবপুর ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক ডা: জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক গোলাম মর্তুজা চৌধুরী মুকুল, হাতপাখা প্রতীক মাওলানা ইমরান হোসেন মহসিন।
বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক ইয়াকুব আলী মজুমদার, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক সাইফুল ইসলাম, ঘুড়ি প্রতীক মাঈন উদ্দিন।
হেসাখাল ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক ইকবাল বাহার মজুমদার, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক সামছুল আলম, চশমা প্রতীক এস.এম নাছির উদ্দিন,
মৌকরা ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক এম সাইফ উদ্দিন আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নুর হোসেন, হাতপাখা প্রতীক ক্বারী আবু বক্কর।
সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক শেখ কবির মজুমদার টুটুল, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক কাজী ইয়াছিন,
উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনের সময় মাঠে থাকবে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্সসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
Please follow and like us: