যদি শরৎে এসো
আজিম উল্যাহ হানিফ
গাঢ় নীল আকাশের নীচে
একত্রিত হলে-কোন একদিন
প্রকৃতির সোনাঝরা রোদে শিমুল তুলার মতো ভেসে যাওয়া
সাদা মেঘের ভেলাগুলো-আমরা দেখবো।
বেলি,জুই, শেফালি,মালতী,টগর,হাসনাহেনা
আর বিলে ঝিলে শাপলা ফুল,
যাই চোখে পড়–ক পরিয়ে দিবো কানে, হাতে, মাথায়,চুলে আর নাকফুল!
নৌকা ভ্রমণে এই নদী থেকে অন্য নদী খাল ঘুরবো,
শেষ বিকেলে নদীর পাড়ের চারপাশ চোখ বুলিয়ে দেখবো -
চারদিকের গাছগুলি হলুদ আর বাদামি হওয়ায় চোখ জুড়িয়ে যাবে,
আপেল কমলা ট্যানগারাইনস অ্যাভোকাসোড বাদামের আড্ডা চলবে।
আমলকি জলপাই ডুমুর তাল করমচাও চোখে পড়লে খেয়ে নিব আমরা-
বেলা শেষে বাড়ি ফিরে খাওয়া হবে নবান্ন ধানের পিঠা-পায়েশ
তারপর না হয় যাবো সনাতন ধর্মের শারদীয় অনুষ্ঠানে...
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com