বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বঞ্চিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়াকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় লাগাতার আন্দোলন চলছে। বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে এ আন্দোলন অব্যাহত ভাবে চলছে। আন্দোলনের ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় মশাল মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান ফটক থেকে মশাল মিছিল শুরু করে পূর্ব বাজার বটতলা হয়ে বাঙ্গড্ডা বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার সিএনজি স্টেশন মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে দীর্ঘ সময় বাঙ্গড্ডা বাজারে যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবী জানান।
এছাড়া একই দাবীতে গতকাল শনিবার সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা সদরে মশাল মিছিল ও সড়ক অবরোধ, গত শুক্রবার বিকালে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের লুধুয়া এলাকায় সড়ক অবরোধ, গত বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও নাঙ্গলকোট-লাকসাম আঞ্চলিক সড়কে অবরোধ করে বিক্ষোভ করে নেতাকর্মীরা।