কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লালমাই উপজেলা সদরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা টিকাদানকারী মনির হোসেনের (৪৬) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লায় যাওয়ার পথে মনির হোসেনের মোটরসাইকেলকে বিপরিত দিক থেকে আসা বেপরোয়াগতির মালবাহী অবৈধ নসিমন গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মনির হোসেন উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের দেওভান্ডার বেকাতুলাগ্রামের মৃত মমতাজ উদ্দিনের পুত্র। মনির হোসেন ২পুত্র সন্তানের জনক বলে জানা গেছে। তিনি নাঙ্গলকোট পৌরসভায় যোগদানের পর থেকে ৭নং ওয়ার্ড মান্দ্রা গ্রামে টিকাদান কর্মসূচীর দায়িত্ব পালন করে আসছেন। মনির হোসেনের মৃত্যুতে নাঙ্গলকোট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার, পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনর্চাজ এ.কে ফজলুল হক বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল অন্য থানা এলাকায় হওয়ায় কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com