কুমিল্লার নাঙ্গলকোটে মাহিনী আল- আরাফাহ একাডেমি আবাসিক দাখিল মাদ্রাসার উদ্যোগে কাম্য শিক্ষা কার্যক্রম ও অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সুষ্ঠু পরিচালনায় অভিভাবকদের করনীয় শীর্ষক আলোচনা উপলক্ষে মা ও অভিভাবক-সহ গুনীজন সমাবেশ শনিবার সকালে মাদ্রসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা প্রতিষ্ঠা পরিচালক ও বৃহত্তর রায়কোট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ সাবেক ভাইস চেয়ারম্যান ড.মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
মাদ্রাসা শিক্ষক মাওলানা ইমাম হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম হাজারী, ফুলগাঁও ফাজিল ডিগ্রী মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা ইয়াছিন মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী শাহ আলম, মাদ্রাসা দাতা সদস্য রফিক উল্লাহ, সমাজ সেবক মাইনুল হক মজুমদার বাবলু, মন্তলী ফাজিল ডিগ্রী মাদ্রাসা সাবেক শিক্ষক মাওলানা বদিউজ্জামাল মোল্লা, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মজুমদার, বাঙ্গড্ডা আইডিয়া স্কুল প্রধান শিক্ষক মফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মাষ্টার আমির হোসাইন মজুমদার, মাষ্টার রুহুল আমিন, মাওলানা ইয়াছিন মজুমদার, অজি উল্লাহ ভূঁইয়া, শাহ আলম, শহিদ উল্লাহ বাহার, ইলিয়াছ ভূঁইয়া, ইউসুফ মোল্লা প্রমুখ।