প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটে গত ৩১ আগষ্ট বুধবার বিএনপি-আওয়ামীলীগের পাল্টা-পাল্টি সমাবেশকে কেন্দ্র করে ভাংচুর হওয়া পৌর অর্থায়নে ণির্মিত লোটাস চত্ত্বর সোমবার দুপুরে পরিদর্শন করেন পৌর মেয়র আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র এ.কে.এম মনিরুজ্জামান খান, পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী যোবায়দা ইয়াসমিন, প্রকৌশলী সাইফুর রহমান, আওয়ামীলীগ নেতা তৌহিদুর রহমান মজুমদার, সাবেক কাউন্সিলর কাউসার আলম, প্যানেল মেয়র সাদেক হোসেন, জহিরুল্লাহ সুমন, কাউন্সিলর সাখাওয়াত হোসেন সুমন, জামাল হোসেন সোহাগ প্রমূখ।
পরিদর্শনকালে মেয়র আব্দুল মালেক বলেন, আমি ব্যক্তিগত কাজে কয়েকদিন দেশের বাহিরে ছিলাম, আপনারা জানেন, ২০০৬ সালে বর্তমান লোটাস চত্বর এর পাশে একটি খাল ছিল। এ সড়কটি তখন ১০ ফুট ছিল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী আ.হ.ম লোটাস কামাল নাঙ্গলকোটের সৌন্দর্য বৃদ্ধির জন্য একশত কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। লোটাস কামালের হাত ধরে নাঙ্গলকোটে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সড়কটি আমরা ৪০ ফুট প্রশস্থ করেছি, চলাচলের সুবিধার্থে সড়কে ডিভাইডার করে দিয়েছি। সৌন্দর্য বর্ধনে এখানে লোটাস চত্বর নির্মান করা হয়ছে। বিএনপি সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে লোটাস চত্বর সহ পৌরসভার অনেক ক্ষতি করেছে। গত ১৪ বছরে আমরা কারো কোন ক্ষতি করিনি, আমরা আপনাদের নিকট এর বিচার দিয়ে গেলাম। সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনের নিকট জোর দাবী জানান।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech