মন্নারায় গুণীজন সংবর্ধনা 

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫

মন্নারায় গুণীজন সংবর্ধনা 

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের মন্নারা পশ্চিম-দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও এলাকার উন্নয়ন উপলক্ষে মনারা গ্রামবাসীর উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সোমবার বিকেলে মন্নারা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মন্নারা পশ্চিম-দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদ কমিটি সভাপতি অধ্যাপক বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সামাজিক নিরাপত্তা অডিট অধিদপ্তরের উপ-পরিচালক কাজী সাইদুল হক।

মসজিদ কমিটি সিনিয়র সহ-সভাপতি শহিদ উল্লাহ বিএসসির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক নূরের রহমান মিয়াজী, ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এন কে আলম খোকন, কুমিল্লা লুৎফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক জাফর আহমেদ, মসজিদ কমিটি সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন।

এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী এফ আর ফারুক, মসজিদ কমিটি কোষাধ্যক্ষ মহসিন আলম প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৭নং ওয়ার্ড মেম্বার মাহফুজুল আলম, মোরশেদ আলম, আমিন মিয়া, বাচ্চু মিয়া, ছলে আহাম্মদ, ওমর ফারুক রাজিম,মিরু ভূঁইয়া।

অনুষ্ঠান শেষে মন্নারা পশ্চিম-দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদ কমিটির পক্ষ থেকে এলাকার গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ