মক্রবপুর ইউনিয়ন জামায়াতের গ্রাম প্রতিনিধি সমাবেশ

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫

মক্রবপুর ইউনিয়ন জামায়াতের গ্রাম প্রতিনিধি সমাবেশ
কেফায়েত উল্লাহ মিয়াজী: 
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন গ্রাম প্রতিনিধি সমাবেশ শুক্রবার সকালে মক্রবপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী মক্রবপুর ইউনিয়ন আমীর বেলাল আহমেদের সভাপতিত্বে গ্রাম প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা ১০ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত।
‎বাংলাদেশ জামায়াতে ইসলামী মক্রবপুর ইউনিয়ন ‎সেক্রেটারি মাস্টার নুরুল আফসারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী।
‎গ্রাম প্রতিনিধি সমাবেশে বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন ওলামা বিভাগ সভাপতি হাফেজ নুরুল আলম, ইউনিয়ন তালিমুল কোরআন সভাপতি হাফেজ ওমর ফারুক।
‎এসময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ মক্রবপুর ইউনিয়ন সভাপতি ফরহাদ আহমেদ, যুব বিভাগ সভাপতি ফয়সাল ইসলাম, পেশাজীবি সভাপতি ফরহাদুল ইসলাম, ইউনিয়ন টিম সদস্য মাওলানা আব্দুল আহাদ, গ্রাম প্রতিনিধি মাওলানা আব্দুল মান্নান পন্ডিত, মাওলানা জামাল উদ্দিন, নুরুল ইসলাম, মীর হোসেন, মৌলভী জয়নাল আবেদীন,  মাওলানা আব্দুল হালিম, মোস্তাফিজুর রহমান মানিক, মাওলানা আব্দুল মান্নান, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদের মৃধা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ