কেফায়েত উল্লাহ মিয়াজী:
কুমিল্লার নাঙ্গলকোটের ভুলুয়াপাড়া ফুটবল একাডেমির আয়োজনে মিনাবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার রাতে আলহাজ্ব ছেরাজ উদ্দিন আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণ করেন ভুলুয়াপাড়া আলম স্টোর বনাম আমরা তরুণ সংঘ। ফাইনাল খেলায় বিজয়ী হন আলম স্টোর। মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার মোজাম্মেল হক মজুমদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুন উর রশীদ। খেলায় উদ্বোধক ছিলেন মক্রবপুর ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি সাইফুল মালেক শিপন।
অনুষ্ঠান শুরুতে ফিতা কেটে খেলার উদ্বোধন ঘোষণা করেন অতিথি বৃন্দ। পরে আয়োজকদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ব্যাচ পরিয়ে দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্রবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড মেম্বার নিজাম উদ্দিন, ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউছুফ, ব্যবসায়ী ইস্রাফিল হোসেন, ইউনিয়ন যুবদল নেতা মিমু মজুমদার, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, প্রবাসী মোহাম্মদ আলা উদ্দিন, যুবদল নেতা মজিবুর রহমান, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা শাফায়েত হোসেন প্রমুখ। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন সায়মন, নাঈম, সানজিদ, শরীফ, রিয়াদ প্রমুখ।
খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।