মাঈন উদ্দিন দুলাল-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সংবাদ সম্মেলন শনিবার সকাল ১১টায় নাঙ্গলকোট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাঙ্গলকোট উপজেলা প্রধান সমন্বয়ক শরিফুল ইসলাম ভূঁইয়া, পৌরসভা প্রধান সমন্বয়ক আকিবুল হাসান, উপজেলা সহ-সমন্বয়ক যাকারিয়া ফারসী।
এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা শিবলু মজুমদার, আমির হামজা মুন্না, মমিনুল হক, হারুনুর রশিদ, ইউনুস হাজারী, ইমরান হোসেন, আব্দুল মমিন, মফিজুর রহমান, কামরুজ্জামান, রিয়াজ হোসেন, সৌরভ ভূঁইয়া, বেলাল হোসেন, আলী হোসেন টিপু, মোহন ভূঁইয়া, শিশির, শাহিন, জিসান, বাবু, সাগর, কামাল, এস.আই সৈকত, হাবিবুর রহমান, রিপন, মনির, সাদি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহ-সমন্বয়ক আসিফুল ইসলাম, নাজিম উদ্দিন রাফি, ইমতিয়াজ আলম শাওন, রাজু, ফয়েজুর রহমান, কে এম সাইফ, ওমর ফারুক, মোহাম্মদ হৃদয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা ও পৌরসভা সমন্বয়কগণ তাদের বক্তব্যে বলেন, নাঙ্গলকোটে ছাত্র আন্দোলনে নিহত হন ফাহিম মুন্তাসির মিলন, গুলিবৃদ্ধ হয়ে আহত হন হিরণ, আরমান, সাকিল সহ আরো অনেকেই। শিক্ষার্থীরা যেখানে অন্যায় দেখবে ওইখানে প্রতিরোধ গড়ে তুলবে। বিগত দিনে ছাত্র আন্দোলনে জীবন বাজি রেখে বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করেছি। নাঙ্গলকোটে সমন্বয়কের নাম ভাঙ্গিয়ে অনেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, ভাংচুর, লুটপাট করছেন এর ফলাফল ভালো হবে না। এ সকল সন্ত্রাসী, চাঁদাবাজি, ভাংচুর, লুটপাট বন্ধ করা না হলে আমরা ছাত্ররা প্রতিবাদ গড়ে তুলবো। কোন শিক্ষাঙ্গনে ছাত্র রাজনৈতির ঠাঁই হবে না।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com