বাহুড়া দারুল আরকাম মাদরাসায় সবক অনুষ্ঠান

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

বাহুড়া দারুল আরকাম মাদরাসায় সবক অনুষ্ঠান
কেফায়েত উল্লাহ মিয়াজী: নাঙ্গলকোটের বাহুড়া দারুল আরকাম মাদরাসার সবক অনুষ্ঠান শনিবার সকালে মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। দারুল আরকাম মাদরাসা অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাথেরপেটুয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম।
মাদরাসা পরিচালক ও সিনিয়র শিক্ষক আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কান্দাল আকতারুল উলুম দাখিল মাদরাসা সহ-সুপার মাওলানা আবুল খায়ের, ঘোড়াময়দান উচ্চ বিদ্যালয় সিরিয়র শিক্ষক মাওলানা ফয়েজ উল্লাহ পাটোয়ারী, দারুল আরকাম মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি হুমায়ুন কবির, বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার মফিজুর রহমান, মাস্টার দোলোয়ার হোসেন, মাওলানা ইয়াছিন আরাফাত, মাওলানা মনির হোসেন, ব্যবসায়ী মামুন উদ্দিন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান মোহন প্রমুখ।
অনুষ্ঠান শেষে মাদরাসা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশন “মেধা” বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও দারুল আরকাম মাদরাসার সকল শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষার্থী এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার দেন অতিথি বৃন্দ।
Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ