মোঃ সাইফুল ইসলাম- নাঙ্গলকোট উপজেলা পেরিয়া ইউনিয়ন বাড়াফুলগাঁও-গ্রামের হাজী মাঈন উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে বৃহস্পতিবার সকালে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ;বিশিষ্ট দানবীর সমাজসেবক হাজী মাইন উদ্দিন, সমাজসেবক আব্দুস সাত্তার,ডাক্তার মহিন প্রমূখ। জানাযায়,হাজী মাইন উদ্দিন প্রতিবছর ব্যক্তিগত অর্থায়নে মাহে রমজানে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন এবং সকল সামাজিক কাজে আর্থিক সহযোগিতা করেন। হাজী মাইন উদ্দিন বলেন; আমার ব্যক্তিগত অর্থায়নে প্রতি বছর রমজানে ইফতার ও ঈদ সামগ্রী দিয়ে থাকি এবং সকল সামাজিক কাজে আর্থিকভাবে সহযোগিতা করি আমি এটা প্রচারের জন্য করি না আল্লাহর সন্তুষ্টির জন্যই করি, সকলে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com