এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান রবিবার দুপুরে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় ৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, এদের মধ্যে ২৩ জন জিপিএ- ৫, ২৭ জন জিপিএ-৪ লাভ করে। উপজেলা পর্যায়ে এ প্রতিষ্ঠানটি সেরা ফলাফল অর্জন করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার, সহকারী প্রধান শিক্ষক মাওলানা সাইফুদ্দিন, স্কুল পরিচালক আফজাল হোসাইন মিয়াজী।
সংবর্ধনা অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক নূরের সাফা খন্দকার আরিফ, মোস্তাফিজুর রহমান, আব্দুল হক, আবুল কালাম নয়ন, নুরুন্নবী রিয়াদ, শরীফ উল্লাহ ভূঁইয়া, সাইফুল ইসলাম, জাফর আহম্মেদ আপন, নুরুল্লাহ রায়হান, সেফায়েত উল্লাহ, ইয়াহিয়া খন্দকার, হাফেজ মাওলানা সেলিম মিয়াজী, সোহাগ হোসেন, রাশেদুল ইসলাম, ফখর উদ্দিন, মুর্শিদুল আরিফিন, জাহিদুল ইসলাম রবিন, রিয়াদুল ইসলাম রবিন, শামসুদ্দিন রকি, জাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা তাইফুর রহমান, শাহাদাত হোসেন রিয়াদ, মাওলানা আব্দুল কাহহার, মাওলানা শহীদুল ইসলাম, হাফেজ আব্দুল মান্নান, হাফেজ মাওলানা রুহুল আমিন, আসমা আক্তার, জান্নাতুল ফেরদাউস, শ্রাবণী দাস প্রমুখ।
ইতিপূর্বেও প্রতিষ্ঠানটি ফলাফলের দিক থেকে কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছে। প্রতিষ্ঠানটি ২০২৪ সালে ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন ও জিপিএ-৪ পেয়েছে ১৩ জন। ২০২৩ সালে ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন, জিপিএ ৪ পেয়েছে ৭জন, ২০২২ সালে ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ অর্জন করে ২৮জন, জিপিএ -৪ অর্জন করে ৬জন। ২০২১ সালে পরীক্ষার্থী ২১ জনের মধ্যে জিপিএ-৫ লাভ করেন ১৮ জন ও জিপিএ-৪ লাভ করেন ৩জন শিক্ষার্থী।
সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অভিব্যক্তি প্রকাশ করেন ফাহমিদুল ইসলাম ফারাবী, মাহি সুলতানা, রহিমা আক্তার রুহি, নুসরাত আজিজি। অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান স্কুল শিক্ষক বৃন্দ।