বাঙ্গড্ডা ইক্বরা মডেল স্কুলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২১

বাঙ্গড্ডা ইক্বরা মডেল স্কুলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের ইক্বরা মডেল স্কুলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ইক্বরা মডেল স্কুলের প্রধান শিক্ষক এ বি এম আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মজুমদার।
ইক্বরা মডেল স্কুল শিক্ষক ওমর ফারুক মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেরিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শহিদ উল্যাহ মিয়াজী, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন, বাঙ্গড্ডা আস শিফা ডায়াগনস্টিক হাসপাতালের পরিচালক কাউসার আলম, হলি ফ্লাওয়ার হাসপাতালের পরিচালক এয়াকুব আলী, ইক্বরা মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাওলানা আবুল কাশেম, সহকারী শিক্ষক হাফেজ জিয়াউল হক জিয়া, কামাল উদ্দিন, শরিফুল ইসলাম, সামিরা আক্তার, মো: নাছিম, ডা: মাকসুদ, মহি উদ্দিন, ইকবাল হোসেন, নাজমা বেগম, মাওলানা আমজাদ হোসেন, আবু জাহিদ, শহিদুজ্জামান, মোহাম্মদ শামীম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ইক্বরা মডেল স্কুলের প্রাক্তন যে সব শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছে তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথি বৃন্দ।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ