বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুলে অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪

বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুলে অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুলের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রধান শিক্ষক মফিজুর রহমান বিএসসি’র সভাপতিত্বে অভিভাবক সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক এসএম আমিনুল হক মাওলা। বিশেষ বক্তা ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালক মাস্টার মাসুদ হোসাইন।

স্কুল পরিচালক মাস্টার এরশাদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেলনা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার, সাংবাদিক সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য আবদুল মোতালেব মোল্লা রিপন, মাইন উদ্দিন, আইডিয়াল স্কুলের সাবেক শিক্ষার্থী ফিসান মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালক ও শিক্ষক  সাইফুল ইসলাম, স্কুল পরিচালক খন্দকার বিল্লাল হোসাইন, রবিউল হক, মাঈন উদ্দিন, মোজ্জাম্মেল হক, আবু সালেহ জাফর, রাকিব, শাখাওয়াত হোসেন রাফি, রাশিদা সেলিম, নুর হোসেন, খুরশিদ আলম, পুলিশ সদস্য  ইস্রাফিল হোসাইন প্রমূখ।

অনুষ্ঠান শেষে ইক্বরা শিক্ষা বৃত্তি পরিক্ষায় বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুল থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও হাতের লিখা প্রতিযোগিতায় বিজয়ীদের  হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ