প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২২, ১০:২৬ পূর্বাহ্ণ
বাঙ্গড্ডায় অবৈধ ট্রাক্টর চাপায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিনিধি- কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাছি গ্রামে অবৈধ ট্রাক্টর চাপায় রাফিদুল ইসলাম নামে ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল আনুমানিক সৌয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিদুল ইসলাম পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের স্কুল শিক্ষক তোফায়েল হোসেনের পুত্র।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, জেলার চৌদ্দগ্রাম উপজেলার কৈয়ারধারী গ্রামের স্কুল শিক্ষক তোফায়েল হোসেনের ছেলে রাফিদুল ইসলাম পাশ্ববর্তী বাঙ্গড্ডা এডুকেয়ার স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সোমবার সকালে স্কুল খোলার বিষয়ে ও ইউনিক আইডির তথ্য জানতে রাফিদ বাইসাইকেল নিয়ে বাঙ্গড্ডায় আসেন। স্কুলের সামনে এসে স্কুল বন্ধ দেখে পুনঃরায় বাড়ী ফেরার পথে মাটি বহনকারী বেপরোয়া অবৈধ ট্রাক্টর চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত জানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।