বাঙ্গড্ডার সেবাখোলা বাজারে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের গণসংযোগ

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫

বাঙ্গড্ডার সেবাখোলা বাজারে জামায়াত প্রার্থী ইয়াছিন আরাফাতের গণসংযোগ
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লা-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত সোমবার বিকালে নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের সেবাখোলা বাজারে নির্বাচনী গণসংযোগ করেন। এসময় প্রার্থী ইয়াছিন আরাফাত সেবাখোলা বাজার ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও স্থানীয়দের সাথে কৌশল বিনিময় এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, বাঙ্গড্ডা ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন,  সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর,  ৬নং ওয়ার্ড সভাপতি মাওলানা আলী আক্কাস, ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল মোতালেব, সেক্রেটারি মাওলানা মীর মোশাররফ হোসেন, ১নং ওয়ার্ড সেক্রেটারি অহিদুর রহমান, জামায়াত নেতা আব্দুল মোতালেব মোল্লা রিপন, শ্রমিক নেতা মোহাম্মদ মীর হোসাইন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ