বাঙ্গড্ডায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামীণ সড়কে সোলার লাইট স্থাপন

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

বাঙ্গড্ডায় স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামীণ সড়কে সোলার লাইট স্থাপন
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের কাদবা গ্রামের বিভিন্ন সড়কে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে ১৯টি সোলার লাইট স্থাপন করা হয়েছে। রবিবার সকালে কাদবা দক্ষিণ পাড়া স্বপ্নযাত্রা ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণে সোলার লাইট স্থাপন কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বপ্নযাত্রা ফাউন্ডেশন অর্থ  সম্পাদক রাইসুল ইসলাম নাঈমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক মাইনউদ্দিন বি.কম ও সমাজ সেবক মোহাম্মদ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজ সেবক মাওলানা ফেয়ার আহম্মদ, আব্দুল মালেক, জাকের মোল্লা, মহিন মজুমদার, তপন চন্দ্র মজুমদার ও মোহাম্মদ আব্দুল মমিন।
সোলার লাইট স্থাপনে সার্বিক সহযোগিতায় ছিলেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল জলিল, সভাপতি দুবাই প্রবাসী নজরুল ইসলাম, সহসভাপতি ফারুক হোসেন, সেক্রেটারি মারুফ হোসেন, সহ অর্থ সম্পাদক মেহেদি হাসান, প্রবাসি বিষয়ক সম্পাদক হুমায়ুন তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রিফাত, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মাহফুজ, সহ সাংস্কৃতি সম্পাদক ইউসুফ ইমাম, ক্রীড়া সম্পাদক নাহিদুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক ফয়েজ তালুকদার, প্রবাসী সদস্য আনোয়ার হোসেন, মিজানুর রহমান ভুট্টু, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, মোশারফ হোসেন, আব্দুল হান্নান, সজল চৌধুরী, সাব্বির হোসেন, শুভ আব্দুল, মহিন উদ্দিন,  ডাক্তার ইউসুফ নবি আনন্দ, মনির হোসন প্রমুখ।
স্বপ্নযাত্রা ফাউন্ডেশন ইতিপূর্বে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা, মেধাবৃত্তি প্রদান, অসুস্থদের চিকিৎসা সহায়তা ও ঈদ উপহার বিতরণ-সহ নানান সামাজিক কাজে অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ