প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২০, ১:৪৮ অপরাহ্ণ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা দ্বি-বার্ষিক সম্মেলন
কেফায়েত উল্লাহ মিয়াজী:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি ও নাঙ্গলকোট পৌরসভা সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি খায়রুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার উপদেষ্টা মাস্টার আব্দুল করিম, মাওলানা মহি উদ্দিন, নুরুল ইসলাম হাসান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসেন, সমাজ সেবক জহিরুল ইসলাম মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি শাহ আলম চিশতি।
খায়রুল ইসলাম তার বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার যে ভাবে খর্ব করা হচ্ছে ইসলামী শ্রমনীতি ছাড়া এর প্রতিকার সম্ভব নয়। ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর নিকট জবাব দিহির অনুভূতি নিয়ে সবাইকে কাজ করতে হবে। এছাড়াও কর্মস্থলে আহত বা নিহত হলে শ্রমিকদের পরিবারকে এককালিন নির্দিষ্ট পরিমাণে সহযোগিতা প্রদানের দাবি জানান এ শ্রমিক নেতা।
সম্মেলনে ২০২১-২২ সেশনের জন্য নাঙ্গলকোট উপজেলা উত্তর, দক্ষিণ ও পৌরসভার কমিটি নির্বাচন করা হয়।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।