বরুড়ায় উত্তেজিত ভাতিজার পুতার আঘাতে চাচী খুন

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১

বরুড়ায় উত্তেজিত ভাতিজার পুতার আঘাতে চাচী খুন

কুমিল্লার বরুড়া উপজেলার পয়েলগাছায় আপন ভাতিজার হাতে চাচী খুন। সোমবার(১৫ মার্চ) সকালে পারিবারিক কলহের জেরে পয়েলগাছা হাটপুকুরিয়া গ্রামে ভাতিজার পাথরের পুতার আঘাতে খুন হন আপন চাচী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে হাটপুকুরিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে শাহজাহান বাড়িতে এসে পারবারিক বিষয়ে চেচামেচি শুরু করে। একপর্যায়ে তার চাচী জমিলা বেগম(৫০) তাকে কিছু বিষয় জিজ্ঞাসা করলে শাহজাহান উত্তেজিত হয়ে ঘর থেকে পুতা এনে চাচীর মাথায় আঘাত করে। ঘটনাস্থলে ঐ নারীর মৃত্যু হয়। খুন হওয়া জমিলা বেগম একই গ্রামের তোরাব আলীর স্ত্রী।

পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক শাহজাহানকে আটক করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আনিসুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি সঙ্গী নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে ঘাতককে আটক করি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ