বদরপুর একতা স্পোর্টিং ক্লাবের  আয়োজনে অবিবাহিত-বিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ ও নৈশভোজ অনুষ্ঠিত 

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

বদরপুর একতা স্পোর্টিং ক্লাবের  আয়োজনে অবিবাহিত-বিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ ও নৈশভোজ অনুষ্ঠিত 
মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির বদরপুর একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিবাহিত ও অবিবাহিতদের নিয়ে শুক্রবার ১৮ই জুলাই বিকেলে ঐতিহাসিক ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক শ্বাসরুদ্ধকর ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলার ফলাফল বিবাহিত দলের দুই গোলের বিপরীতে তিনটি গোল দিয়ে বিজয়ী হয় অবিবাহিত দল।
তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে পাশাপাশি যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধূলার কোন বিকল্প নেই।এতে শরীর মন যেমন ভালো থাকে তেমনি বড়দের সাথে ছোটদের এক সোহার্দ্যপূর্ণ সম্প্রীতির মেলবন্ধন নির্মিত হয়। তাই সপ্তাহের প্রতি শুক্রবার এ ফুটবল ম্যাচের ধারাবাহিকতা থাকবে বলে আয়োজকরা জানান।
এসময় মাঠে উপস্থিত ছিলেন বদরপুর পশ্চিম পাড়া একতা স্পোর্টিং ক্লাবের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা রবিউল হোসেন মুন্না,১২নং ঢালুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমান, বিএনপি নেতা আজাদ হোসেন,ফেয়ার আলম,কাজী মির হোসেন, প্রবাসী কাজী লোকমান হোসেন, নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক ও নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য সাংবাদিক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন,ব্যবসায়ী রবিউল হোসেন ভূঁইয়া, সবুজ, কাজী সাইমুন, এনাম,ফয়সাল প্রমূখ।
এছাড়াও দুই দলের খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য মনছুর,হান্নান,হিরন,নিপু,সাব্বির,মনসুর,টিপু,ইশরাক, দিপু,রাকিব,সাকিব,অপি,বাদশা,আরাফাত ও অন্তর।
খেলা শেষে স্থানীয় ঢালুয়া কিচেন রেস্টুরেন্টে অভূতপূর্ব এক নৈশভোজে অংশগ্রহণ করেন বিজিত ও বিজয়ী দলের খেলোয়াড় ও ক্লাবের সদস্যগণ।
এ সময় বদরপুর পশ্চিম পাড়া একতা স্পোর্টিং ক্লাবের সদস্যদের কন্ঠ ভোটে অস্থায়ী সভাপতি হিসেবে নূর হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে মনছুর ভূঁইয়াকে নির্বাচিত করা হয়।।
নবনির্বাচিত সভাপতি নুর হোসেন নয়ন এই ক্লাবকে নাঙ্গলকোট উপজেলা তথা কুমিল্লা জেলার সর্বশ্রেষ্ঠ ও আদর্শ ক্লাব হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন ও সকলের সহযোগিতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ