প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ণ
বটতলী ইউনিয়নের মুরগাঁও গ্রামে পঙ্গু মনোয়ারাকে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা
ইমরান হোসেন সোহান- নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের মুরগাঁও গ্রামের মৃত ফয়েজ আহম্মেদের স্ত্রী মনোয়ারা বেগমের বাড়ি-ঘর ভাংচুর করেছে একই গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে গিয়াস উদ্দিন, মফিজ ও তাদের পরিবারের লোকজন। এসময় সন্ত্রাসী হামলায় ৩ জন আহত হয়েছে আহতরা হলেন একই গ্রামের মিজানুর রহমান তার স্ত্রী হাজেরা বেগম ১৮ মাসের শিশু। গত ৩ জানুয়ারী, ৪ জানুয়ারী, ১১ জানুয়ারী মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। ১১ জানুয়ারী আদালতে মামলা দায়ের করেন। ১৬ জানুয়ারী রবিবার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করে
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম সোমবার তার নিজের জায়গায় একটি রান্না ঘর নির্মাণ করতে গেলে গিয়াস উদ্দিন ও মফিজ মনোয়ারা বেগমের রান্না ঘর এবং বসতঘর ভাংচুর করে। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মনোয়ারা বেগমের মেয়ে হাজেরা বেগম ও তার জামাতা মিজানুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় হাজেরা বেগমের স্বর্ণের চেইন রান্না ঘরের খুটি ও টিন নিজে যায় মফিজুর রহমান ও জসিম উদ্দিন। গত মঙ্গলবার পুনবায় মনোয়ারা বেগমের রান্নাঘর ও রান্নাঘরের আসবাপত্র ভাংচুর করে। এনিয়ে মনোয়ারা বেগমের মেয়ে হাজেরা বেগম থানায় লিখিত অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে পঙ্গু মনোয়ারা বেগমের সম্পত্তি, পুকুরের মাছ মফিজুর রহমান ও গিয়াস জোর পূর্বক ভোগ দখল করে আসছে। এই ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হারুনুরশিদ বলেন, উভয়পক্ষ আদালতে মামলা করেছে, আদালত যে রায় দেয় তাই মেনে নিতে হবে।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৩।