কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা এডহক কমিটির পরিচিতি সভা রবিবার সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন মাদরাসা নবগঠিত কমিটির সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শিক্ষাবিদ মাওলানা নুরুল ইসলাম হাসান। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন।
অনুষ্ঠান শুরুতে নবগঠিত কমিটির সভাপতি, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিসহ অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা শিক্ষকবৃন্দ।
বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা প্রভাষক জাফর আহমেদের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মাস্টার জাফর আহমেদ, মাদরাসা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শামসুল হক, বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় এডহক কমিটি সভাপতি মজিবুর রহমান মোল্লা, মাদরাসা সহকারী অধ্যাপক নূরুল ইসলাম আনোয়ারী, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক কাজী ফয়সাল, সদস্য মনির হোসেন সিফাত, বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলী আশ্রাফ মিলন, এক্সিম ব্যাংক বক্সগঞ্জ শাখা ব্যবস্থাপক এস এম হারুনুর রশিদ, মাদরাসা প্রাক্তন প্রভাষক মহি উদ্দিন হামিদী, ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা তারিকুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সহকারী সেক্রেটারি মেসবাহুল ইসলাম নয়ন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম।
উপস্থিত ছিলেন বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ মজুমদার, অভিভাবক সদস্য দলিল লিখক আবু বকর সিদ্দিক, দাতা সদস্য ছানা উল্লাহ।
অনুষ্ঠান শেষে বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসায় বিভিন্ন শ্রেণিতে ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।