চলতি বছর ২০২৩ সালের অমর একুশে বইমেলায় ২, ১০, ১৫ তারিখ মিলিয়ে প্রথম পাক্ষিক তথা ১৮ দিনের মধ্যে গিয়েছি তিন দিন। মেলার সাথে আমাদের নাড়ির সম্পর্ক। দেশপ্রেমের সম্পর্ক। ভালোলাগাও ভালোবাসার সম্পর্ক। তিনদিনের সময়টা বেশ ভালোই কেটেছে আমার। অনেক নবীন-প্রবীন কবি-লেখক-সাহিত্যিকের সাথে দেখা হয়েছে। অনেকের সাথে আবার অনেকদিন পর দেখা হয়েছে। অনেকে চলে গেছেন অতীতের গল্পের দিকে। নানান জনের নানান স্মৃতিকাতরতায় কেটে গেছে মেলায় যাওয়ার তিনটি দিন। অসম্ভব রকমের ভালো লাগায় কেটেছে প্রতিটি ঘন্টা, মিনিট ও সেকেন্ড। নতুন নতুন লেখক ও পাঠকের সমাবেশ ঘটেছে এই সময়ে। অনেকেরই প্রথমবারের মত গ্রন্থ বের হয়েছে এই বছর। অনেকে আবার মেলাকে কেন্দ্র করে গ্রন্থ বের করেছে। তিনদিনের মধ্যে ২ তারিখ ছিল বৃহস্পতিবার, ১০ তারিখ ছিল শুক্রবার, ১৫ তারিখ ছিল বুধবার। সব মিলিয়ে ৩দিনে মেলায় ছিলাম ১০ ঘন্টা। আলহামদুলিল্লাহ। অনেক নতুন বই মেলায় উঠেছে এবার। হাতে পেয়েছি, পড়ার জন্য। অনেকেই নিজেদের লেখা বই গিফট করেছে। যা খুবই আনন্দদায়ক ঘটনা। বিশেষ করে তিনদিনই একক ভাবে মেলায় প্রবেশ করেছি। আবার এককভাবেই বের হয়েছি। অনেকের সাথে আবার ভালোভাবে মোলাকাত কিংবা কথা বলতে পারেনি, সময়ের অভাবে। তবে আগামী বইমেলা কিংবা কোন অনুষ্ঠানে অবশ্যই সময় করে কথা বলবো বলে বিশ^াস করি। এবারের বইমেলায় প্রথম পাক্ষিকের তিনদিনে দেখা ও কথা হয়েছে মহিলা আসনের এমপি জনাবা বেগম লুৎফুন্নেসা, জনাব মোকতাদির চৌধুরী এমপি, বিচারপতি মুজিবুর রহমান, বহুভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী, কবি রেজাউদ্দিন স্টালিন, মাহবুবা রহমান লাকি, জায়েদ হোসেন লাকি, মাহফুজা বৃষ্টি,কলেজের ম্যাম মেহেরুন নেসা, কবি মাসুদা তোফা, খাজিনা খাজি, জসীমুদ্দিন মাসুম, শিব্বীর আহমদ, সোলায়মান জয়, ইমরান মাহফুজ, কামরুজ্জামান হেলাল, আরিফ নজরুল, মোরশেদ আলম হৃদয়, অভিনেতা ও কবি এবিএম সোহেল রশিদ, নজরুল বাঙ্গালী, রানু গাজী, কবি আসলাম সানী, রামেন্দু মজুমদার, বাংলা একাডেমী মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা, লেখক মুহম্মদ জাফর ইকবাল, ঢাবি শিক্ষক ও কলামিষ্ট সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ছাত্রনেতা শেখ ইনান, ছাত্রনেতা জহিরুল ইসলাম, ইউসুফ রেজা, কবি ফরিদ আহমদ দুলাল, আর মজিব, জামাল উদ্দিন স্বপন, গবেষক এস এম আবুল বাশার, ফারুক শাহরিয়া, কবি ও শিক্ষক মো: তাজুল ইসলাম, মোহাম্মদ অংকন, রহিমা আক্তার মৌ, মেহেবুবা হক রুমা, রিমি বাশার, কাজী সাব্বির, এস এম দোহা, কাজী আনিসুল হক, লিপি আক্তার, সাবেক সেনাবাহিনী সদস্য কবি মো: জয়নাল আবেদীন,পীরজাদা, সুকুমার রায় দাদা ভাই, গীতিকার সাইফুল বারী, আহমাদ মোস্তফা কামাল, মায়াবী কাজল, মোহাম্মদ জহির উদ্দিন, কবি জাকির সায়েরী, নাহিন ফেরদৌস, মুমু মাহিনুর, গোলাম রহমান, নুরুন্নাহার মুন্নি, জামাল উদ্দিন দামাল, রোকসানা সুখী, তাসলিমা শাহনুর, লুৎফুন নাহার রহমান, রোমানা আফরোজ রুবি, ফারজানা আফরোজ সাথী, জয়নব জোনাকি,শাহমুব জুয়েল, আশিক বিন রহিম, ড. রফিকুজ্জামান রণি, তছলিম হোসেন হাওলাদার, পিয়াস মজিদ, হাসান ফরিদ, হাসান হাফিজ, ফরিদ কবির, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মইন স্যার, ম্যাম জুবাইদা নুর খান,ক্যাম্পাস বার্তার সদস্য মহসীন কবির, বিল্লাল হোসেন রাজু, মাহাদী হাসান, আর কে নিরব, আলাউদ্দিন আজাদ, আমিনা আক্তার প্রিয়া, সাইফুদ্দিন, মাহির প্রমুখ। এখনো মেলায় না আসতে পারলেও দোয়া চেয়েছেন কবি মানসুর মুজাম্মিল, লতিফ জোয়ার্দার। তবে এখনো আরো বহু মানুষের সাথে দেখা হওয়া বাকি রয়েছে। বহু লেখক-কবি-সাহিত্যিক-সাংস্কৃতিক কর্মী-সাংবাদিক-রাজনীতিবিদ-বুদ্ধিজীবী ও বিখ্যাত মানুষের সাথে দেখা হওয়া বাকি রয়েছে। বইমেলার বাকি দিনগুলোতে দেখা হবে, বিশ^াস করি।
এবারের মেলায় অনেক গুলো স্টল নতুন করে এসেছে। নতুন নতুন মুখের নতুন নতুন লেখা এসেছে। পাঠকরা নতুন নতুন লেখা ও বিখ্যাত লেখকদের বই পড়ে সমৃদ্ধ হবে বলে বিশ^াস করি। মেলায় রয়েছে নামাজের ব্যবস্থা পুরুষ ও মহিলা আলাদা করে, তথ্যকেন্দ্র, লেখক বলছি, গ্রন্থ উম্মোচন কেন্দ্র, জাল নোট সনাক্তকারী কেন্দ্র, শিশু চত্ত্বর, ফায়ার সার্ভিস, পুলিশ বক্স, বঙ্গবন্ধু চত্ত্বর, খাওয়ার জন্য ব্যবস্থা, প্রবেশের জন্য একাধিক গেইট ও বের হওয়ার জন্য একাধিক গেইট রাখা হয়েছে। নতুন বইয়ের ঘ্রাণে নিরাপত্তা বেষ্টিত চাদরে ঢাকা অমর একুশে বইমেলার বাংলা একাডেমী ও সোহরাওয়াদী উদ্যান চত্ত্বর মিলিয়ে বইমেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠছে লেখক-পাঠক-প্রকাশকের মিলনস্থল। একে অপরের সাথে বছরের একটি মাস দেখাও অন্তত চা খাওয়ার আড্ডায় পরিণত হয়। এভাবে চলুক শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের প্রাণের বইমেলা। ছড়িয়ে পড়–ক প্রজন্ম থেকে প্রজন্মে, দেশের প্রতিটি গ্রাম থেকে শুরু করে পৃথিবীর বাইরের সবগুলো দেশে...#
লেখক: আজিম উল্যাহ হানিফ, পরিচালক: একটু হাসি ( সামাজিক-সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন) মোবাইল: ০১৮৩৪-৩৮৯৮৭১
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
অফিস : জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com