প্রিয় নবী (সাঃ) শুভাগমন উপলক্ষে জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩

প্রিয় নবী (সাঃ) শুভাগমন উপলক্ষে জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটে বাংলাদেশ গাউছিয়া কমিটি ও আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা শাখার যৌথ উদ্যেগে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) শুভাগমন উপলক্ষে জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী শনিবার বিকালে আনন্দ র‌্যালিটি নাঙ্গলকোট পৌরসদরের লোটাস চত্ত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার পূর্ব দৈয়ারা গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাসঙ্গে মিলাদ ও দোয়া মাহফিল উদযাপন করা হয়।
আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন, মাওলানা জসিম উদ্দিন আল-কাদেরী, অধ্যক্ষ মাওলানা নুরুন্নবী রহমানী, মাওলানা আলী আশরাফ মোর্জাদ্দেদী, মাওলানা মুজিবুল আল-কাদেরী, মাওলানা মাসুদ আল-কাদেরী, মূফতি মুঈনুদ্দিন আজমী, মাওলানা শাহজালাল আল-কাদেরী প্রমুখ।
আনন্দ র‌্যালি শেষে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) শুভাগমন উপলক্ষে সালাতু সালাম পাঠ করে মোনাজাত ও তবারক বিতরণ মাধ্যমে কর্মসূচিটি শেষ করা হয়।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ