কেফায়েত উল্লাহ মিয়াজী :
বর্তমান বাংলাদেশে জামায়াতে ইসলামী একটি নতুন ধারার রাজনীতির সুচনা করতে চায়। জামায়াতে ইসলামী স্পষ্ট ভাষায় বলছে অন্যের ভাষায় যেটা রাজনীতি জামায়াতের ভাষায় সেটি হাক্কুল ইবাদ। মানুষের পেছনে আমরা যে কাজ করি, রাজনীতি করি, আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটি কাজের হিসাব কাল কেয়ামতের ময়দানে দিতে হবে। নির্যাতন নিপীড়ন করে বন্দুক রাইফেল দিয়ে অল্প কিছু দিন ক্ষমতায় টিকে থাকা যায়, কিন্তু জনগণের ভালবাসা অর্জন করা যায়না। রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে, রাজনীতি যদি হয় নিজের আখের গোছানো জনগণ তা প্রত্যাখ্যান করবে। আমার দেশের নেতারা এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করে, আপনারা লক্ষ করবেন আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য গ্রুপিংয়ে যুক্ত নই। মারামারিতে যুক্ত নই। কিন্তু যারা এখন এমপি মন্ত্রী হতে চায় তারা গ্রুপিংয়ে যুক্ত হয়ে নিজ দলের নেতাকর্মীদের হত্যা করে। প্রতিহিংসা মুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করবে জামায়াতে ইসলামী। ইসলাম মানবতার একমাত্র জীবন ব্যবস্থা এ বিষয়টি মাথায় নিয়ে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা মার্কায় প্রার্থী হয়ে দেশ প্রেমিক নাগরিকদের সমন্বয়ে দুর্ণীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, রাষ্ট প্রতিষ্ঠায় আগামি দিনে নতুন নাঙ্গলকোট প্রতিষ্ঠায় ভূমিকা পালন করবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা ১০ সংসদীয় আসনের প্রার্থী ও ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের অয়োজনে শনিবার বিকালে জোড্ডা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জোড্ডা পূর্ব ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা আব্দুল আহাদ মজুমদার।
জোড্ডা পূর্ব ইউনিয়ন আদর্শ শিক্ষক পরিষদ সভাপতি মাস্টার গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা এস.এম মহি উদ্দিন, রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা নায়েবে আমীর এ.এল.এম সিরাজুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা ইউছুপ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, জুলাই যোদ্ধা শিবির নেতা আজীম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী, যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, উপজেলা জামায়াত কর্ম পরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান, জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াত আমীর মাস্টার ফয়েজ উল্লাহ পাটোয়ারী, দৌলখাঁড় ইউনিয়ন আমীর মাওলানা আবুল কাশেম, জোড্ডা পূর্ব ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আনিছুল হক মিয়াজী, সহকারী সেক্রেটারি কাজী জসিম উদ্দিন, উপজেলা আদর্শ শিক্ষক পরিষদ সহ-সভাপতি মাস্টার শাহ আলম মজুমদার, জোড্ডা পূর্ব ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি কায়েদে আজম জাহাঙ্গীর, ওলামা বিভাগ সভাপতি হাফেজ মাওলানা নুরুন্নবী,৭নং ওয়ার্ড জামায়াত সভাপতি হাফেজ নেছার উদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি মাওলানা লোকমান হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি ইয়াছিন মজুমদার, ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা মীর হোসেন মিয়াজী, ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী, ২নং ওয়ার্ড সভাপতি মাওলানা সাফায়েত হোসেন, জামায়াত নেতা মাওলানা নুরুল আমীন, মাস্টার সাইফুল ইসলাম, ৮নং ওয়ার্ড সেক্রেটারি মেহেদী হাসান আজাদী, ৪নং ওয়ার্ড সেক্রেটারি বেলাল হোসেন চৌধুরী, ১নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ শাহজাহান প্রমুখ।