পেরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের অপসারণ দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪

পেরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের অপসারণ দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

মাঈন উদ্দিন দুলাল- নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদের অপসারণ দাবিতে রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে স্থানীয়রা। এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ইউনিয়ন পরিষদ সচিব, সহকারী সচিব, তথ্যসেবা উদ্যোক্তা ও গ্রাম পুলিশ সদস্যদের ইউনিয়ন পরিষদ থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ আহবায়ক আবু সায়েম আজাদ, সমাজ সেবক আবুল বাশার, ই¯্রাফিল খান, মোবারক হোসেন খান, মনু মিয়া, একরামুল হক, মিজানুর রহমান, মাহফুজ সর্দার, মাহমুদ, মহসিন, আফজাল হোসাইন, আবু জাফর, জহিরুল ইসলাম, ছাত্র নেতা ফারভেজ।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক হারুনুর রশিদ, মাস্টার আব্দুল মমিন, ব্যবসায়ী ওমর ফারুক, হাজী মাহবুব, জাবেদ হোসেন, সাবেক ছাত্র নেতা সাইফুদ্দিন সাইফ, মোহাম্মদ আবু, কবির হোসেন, মহি উদ্দিন শিপন, তৌহিদ উল্লাহ মজুমদার রায়হান, সোহেল রানা, আব্দুল মোতালেব।
বিক্ষোভ সমাবেশে বক্তারা পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদকে আগামী ৪৮ঘন্টার মধ্যে পদত্যাগের সময় বেঁধে দেন, অন্যথায় লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এছাড়াও, উপজেলার রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, আদ্রা দক্ষিণ, দৌলখাঁড়, জোড্ডা পূর্বসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণের দাবিতে পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ করার খবর পাওয়া গেছে।

 

Please follow and like us:

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ