প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩
মাঈন উদ্দিন দুলাল-
নির্বাচন বর্জন, তফসিল বাতিলের দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে কুমিল্লার নাঙ্গলকোট বাজারে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এলাকা থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারের খিলা সিএনজি স্টেশন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক সভাপতি, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আবু ইউসুফ মজুমদার, নবগঠিত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহবায়ক আবু ইউনুস হাছান মানিক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মজুমদার, উপজেলা যুবদল আহবায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, যুগ্ম আহবায়ক মোদাচ্ছের হোসেন মজুমদার লিটন, এডভোকেট অহিদুর রহমান, ইসমাইল মজুমদার, কাজী ফয়সাল, পৌরসভা যুবদল আহবায়ক নুরুল আফসার সজল, সদস্য সচিব কামাল হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজুমদার টিপু, আলমগীর হোসেন, মোহাম্মদ সবুজ, নুর আহম্মেদ, বেলাল মজুমদার, স্বেচ্ছাসেবক দল নেতা সুজন, মাসুদ, রিপন, চট্টগ্রাম কলেজ ছাত্রদল সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান, আলী হোসেন টিপু, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech